ত্রাণ বিতরণে সেনাবাহিনীকে দায়িত্ব দেয়ার দাবি জানিয়েছেন দুলু
- আপডেট সময় : ০৮:০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
করোনায় ক্ষতিগ্রস্ত ও কর্মহীন অসহায় মানুষের মাঝে সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণের লক্ষ্যে সেনাবাহিনীকে দায়িত্ব দেয়ার দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সকালে নাটোরের সিংড়ায় বিএনপির ত্রাণ বিতরণ অনুষ্ঠানে, ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে বক্তব্যে তিনি এ দাবি জানান।
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের সাধারণ সম্পাদক ও সিংড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট ইউসুফ আলী, অসহায় ১৫০টি পরিবারের মাঝে ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করেন। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন সাখা, মহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল-কাফি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিরাদুল ইসলাম হিরা এসময় উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্সে, গরীব দুখী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপির নেতাকর্মিদের প্রতি আহ্বান জানান রুহুল কুদ্দুস তালুকদার দুলু।