ত্রান বিতরণ ও সেবা কার্যক্রম গতিশীল ও সুশৃঙ্খল করার উদ্যোগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
করোনাকালে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ত্রান বিতরণ ও সেবা কার্যক্রমকে গতিশীল ও সুশৃঙ্খল করার উদ্যোগ নিয়েছে সমাজ সেবা অধিদফতর। অধিদফতরের নিবন্ধিত ৫৬ হাজার স্বেচ্ছাসেবী সংগঠনকে একটি প্লাটফর্মে এনে এ কাজ পরিচালনা করা হবে বলে জানান সংস্থাটির মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম।
সকালে অধিদফতরের অডিটোরিয়ামে বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি। ত্রান বিতরণের একটি কেন্দ্রীয় ডাটাবেজ করা, এ্যম্বুলেন্স ও দাফন সেবা দিতে স্বেচ্ছাসেবক টিম তৈরি করার সিদ্ধান্ত হয় এ বৈঠকে। এতে নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আর্থিক ও কারিগরি সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দেয়আ হয় । মহাপরিচালক বলেন, যারা পাচ্ছে না এবং চাইতেও পারে না, তাদের খুঁজে বের করে সহায়তা দেয়া হবে। এ পর্যন্ত ১২ হাজার পরিবহন শ্রমিক, গৃহকর্মী, নিম্ন মধ্যবিত্ত পরিবারকে সহায়তা দিয়েছে সংস্থাটি।