ত্রাসের রাজত্ব কায়েম করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে সরকার : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০২:৩১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
- / ১৭১২ বার পড়া হয়েছে
খুলনার সমাবেশ বানচালে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার, অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
এসময় মহাসচিব আরো বলেন, নেতাকর্মী ও সাধারণ মানুষকে গ্রেফতার করে সংঘাতের দিকে দেশকে ঠেলে দিচ্ছে সরকার। এ নিয়ে কোন নাশকতা হলে তার দায়ভার ক্ষমতাসীনদের নিতে হবে।
খুলনা সমাবেশ নিয়ে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জরুরী সংবাদ সম্মেলন।
শুরুতেই মির্জা ফখরুল অভিযোগ করেন, সমাবেশ পণ্ড করতে যানবাহন বন্ধ, নেতাকর্মীদের গ্রেফতারসহ নানামুখী চেষ্টা করছে সরকার।
সরকারের লাগামহীন অনিয়ম দুর্নীতি ঢাকতে ইউক্রেন- রাশিয়ার যুদ্ধকে হাতিয়ার বানিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের সরকার প্রতিষ্ঠায় নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই বলেও আবারো বলেন মির্জা ফখরুল।
এদিকে, আগামীকাল খুলনায় বিএনপির গণসমাবেশ। সব প্রস্তুতি শেষ করে এনেছে দলটি। খুলনায় বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিএনপি নেতাদের অভিযোগ- কর্মসূচি বানচাল করতে সরকারের চাপে এই সিদ্ধান্ত নিয়েছে বাস মালিকরা।
সকাল ৬টা থেকে এখন পর্যন্ত খুলনা থেকে কোনও বাস গন্তব্যে যায়নি। মহাসড়কে নসিমন-করিমন বন্ধের দাবিতে ধর্মঘট ডাকা হলেও কর্মসূচি চলছে মহানগরে। বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, আগামীকালের বিএনপির খুলনার গণসমাবেশে বাধা সৃষ্টি করতেই উদ্দেশ্যমূলকভাবে এ কর্মসূচি।
গণপরিবহন না পেয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও বিএনপি দলীয় নেতাকর্মীরা। ১৮ অক্টোবর গণপরিবহণ বন্ধের ঘোষণা দেয় বাস মালিক ও শ্রমিক সমিতি। বাসের পর বন্ধ করে দেয়া হয়েছে লঞ্চ চলাচলও।