ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে কাল নিউজিল্যান্ডের প্রতিপক্ষ বাংলাদেশ
- আপডেট সময় : ১০:১৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে কাল নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বুধবার বাংলাদেশ সময় সকাল ৮টায়। টানা দুই ম্যাচ হেরে বাংলাদেশের বিদায় প্রায় নিশ্চিত। তবে দলের মিডল ওর্ডার ও বোলিং পারফরমেন্সের উন্নতি হয়েছে বলে মনে করেন টেকনিক্যাল কনসাল্ট্যান্ট শ্রীধরন শ্রীরাম। দেশের জন্য গৌরব বয়ে আনতে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করছে খেলোয়াড়রা। ধৈর্য ধরে সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।
টানা দুই হারে ত্রিদেশীয় সিরিজে ব্যাকফুটে বাংলাদেশ। অন্য দুই প্রতিপক্ষ পাকিস্তান ও নিউজিল্যান্ডের সমান জয়ে টাইগারদের ফাইনালে খেলার সম্ভাবনাও অনেকটা ফিকে করে দিয়েছে। আশা টিকিয়ে রাখতে বাকি দুই ম্যাচে শুধু জয় নয়, বাড়াতে হবে রানরেটও।
প্রতিপক্ষ শক্তিশালী নিউজিল্যান্ড। ঘরের মাঠে আরো ভয়ংকর কিউইরা। তাই জয় পাওয়া সহজ হবে না টাইগারদের। তবে দলের মিডল অর্ডার ও বোলিং পারফরমেন্সের উন্নতি নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসাল্ট্যান্ট শ্রীধরন শ্রীরাম।
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সোমবার অনুশীলন না করলেও আগেরদিন অনুশীলনে ফিরেছে লাল-সবুজের দল।
প্রতিদিনই নতুন ভূমিকা ও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে খেলোয়াড়রা। দেশের জন্য গৌরব বয়ে আনতে নিজেদের সর্বোচ্চ চেষ্টায় খেলোয়াড়রা। ধৈর্য ধরে সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়েছেন দলের টেকনিক্যাল কনসাল্ট্যান্ট।
টানা দুই হারের পর পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াবে টাইগাররা এমন প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের।