ত্রুটিপূর্ণ নকশা ও সমন্বয়হীনতায় কারণে ভাঙতে হবে প্রায় ৭ কোটি টাকা খরচে তৈরি করা সেতু
- আপডেট সময় : ০২:২৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
খুলনার গল্লামারীতে ময়ূর নদের উপর চার লেন সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। তবে, এ প্রকল্প বাস্তবায়নে ভাঙতে হবে প্রায় সাত কোটি টাকা খরচে মাত্র পাঁচ বছর আগে তৈরি করা সেতুটি। ত্রুটিপূর্ণ নকশা ও সমন্বয়হীনতায় এ ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
খুলনা মহানগরের অন্যতম প্রবেশ দ্বার গল্লামারী এলাকা। প্রতিদিন এখান দিয়ে হাজার হাজার যানবাহন চলাচল করে। স্বাধীনতা পরবর্তী সময়ে তৈরি সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করলে, ২০১৩ সালে নতুন ব্রিজ নির্মানে হাত দেয় সড়ক ও জনপথ বিভাগ।
ছয় কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি চলাচলের জন্য ২০১৫ সালে খুলে দেওয়া হয়। কিন্তু ঝুঁকিপূর্ণ ব্রীজটি আজও সরানো হয়নি। যানবাহন চলাচল করছে এটি দিয়ে। ত্রুটিপূর্ণ সেতু তৈরিতে নদী কমিশনের আপত্তিতেও কর্ণপাত করেনি সওজ।
সড়ক বিভাগ বলছে, তখন এক’শ মিটারের কম দৈর্ঘ্যের সেতু নির্মানে বিআইডব্লিউটিএর অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা ছিলনা।
অপরিকল্পিত এ জাতীয় স্থাপনায় শুধু রাষ্ট্রের অর্থের অপচয়ই না, দুর্নীতিও হয়েছে বলে ক্ষোভ জানায়, নাগরিক সংগঠনের নেতারা। নদীর পানি থেকে গল্লামারী সেতুর উচ্চতা মাত্র তিন ফুট। নৌযান চলাচল উপযোগী করে সেতু নির্মানে নতুনভাবে ডিপিপি প্রস্তুত হচ্ছে বলে জানিয়েছে সওজ।