থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে তার সরকারি দায়িত্ব থেকে অব্যাহতি
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০০:৩১ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচাকে তার সরকারি দায়িত্ব পালন থেকে অব্যাহতি দিয়েছেন দেশটির সাংবিধানিক এক আদালত।
প্রধানমন্ত্রীর মেয়াদের সীমা ৮ বছর করায় ওচার অপসারণ চেয়ে দেশটির আদালতে বিরোধীদের দায়ের করা পিটিশনের শুনানিতে এ সিদ্ধান্ত দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদের সীমার বিষয়ে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাকে সরকারি দায়িত্ব পালন থেকে বিরত থাকতে বলেছে আদালত। পাঁচ সদস্যের বিচারিক প্যানেলের মধ্যে চারজনই প্রায়ুতের সরকারি দায়িত্ব পালন থেকে অব্যাহতির সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন। থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী ২০১৪ সালে একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন।