থালা -বাটি বাজিয়ে প্রতিবাদ করলেন ভারতে বিক্ষোভরত কৃষকরা
- আপডেট সময় : ১০:০৫:১২ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
ভারতের পাঞ্জাব, হারিয়ানা ও দিল্লিতে নতুন কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভরত কৃষকরা এবার থালা -বাটি বাজিয়ে প্রতিবাদ করলেন।
রোববার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রেডিও অনুষ্ঠান- মান কি বাত- চলার সময় এই প্রতিবাদ জানান কৃষকরা। বিজেপি সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানও দেন তারা। তবে, মান কি বাত অনুষ্ঠানে নরেন্দ্র মোদী তার বক্তব্যে কৃষক আন্দোলনের বিষয়ে কোনো কথা বলেননি। এ পর্যন্ত আন্দোলনকারীদের সঙ্গে দেশটির সরকারের পাঁচ দফা বৈঠক হলেও আসেনি কোনো সমাধান। নতুন কৃষি আইন বাস্তবায়িত হলে ক্ষতির মুখে পড়তে হবে কৃষকদের আর লাভবান হবে কর্পোরেট কোম্পানিগুলো- এমন দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে বিক্ষোভ করছেন ভারতের কয়েকটি রাজ্যের কৃষকরা। এদিকে, দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, এক বছরের মধ্যে নতুন কৃষি আইনের দ্বারা চাষীরা উপকৃত না হলে আইনটি সংশোধন করতে প্রস্তুত রয়েছে সরকার।