দক্ষিণ আফ্রিকায় আকস্মিক বন্যায় কমপক্ষে ১০ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকায় আকস্মিক বন্যায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। দেশটির ইস্ট কেপের প্রায় প্রতিটি সড়ক তলিয়ে গেছে বন্যার পানিতে । এতে ব্যাহত হচ্ছে যান চলাচল।
বন্যার কারনে বাস্তুচ্যুত হয়েছে কয়েকশ’ মানুষ। এমন বন্যা পরিস্থিতির জন্য জলবায়ুর ক্ষতিকর প্রভাবকে দায়ী করছেন পরিবেশবিদরা। তারা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে আফ্রিকার দেশগুলো সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির ঝুঁকিতে রয়েছে। বন্যা কিংবা অতি খরার কবলে পড়ছে প্রতি বছর। ধ্বংস হচ্ছে বিস্তীর্ণ ফসলী জমি। ফলে দেখা দিচ্ছে তীব্র খাদ্য সংকট। জলবায়ু পরিবর্তনই কারণেই দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলের অঞ্চলগুলো প্রতিবছর বন্যা এবং খরার কবলে পড়ছে।