দক্ষিণ আফ্রিকায় কাল থেকে টেস্ট মিশনে নামছে বাংলাদেশ
- আপডেট সময় : ১০:২৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
দক্ষিণ আফ্রিকায় কাল থেকে টেস্ট মিশনে নামছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দু’দল। খর্বশক্তির প্রোটিয়া পেসার অ্যাটাক, তারপরও টেস্ট সিরিজ কঠিন হবে বাংলাদেশের জন্য, এমনকি নিউজিল্যান্ডের চেয়েও। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট আর স্বাগতিকদের ওয়ানডে সিরিজ জয় থেকেই আত্মবিশ্বাস নেবে বাংলাদেশ। ডারবানে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটিতে এমন আবহ। ওয়ানডে সিরিজ জিতে ফুরফুরে মেজাজে ক্রিকেটার, টিম ম্যানেজম্যান্টের সবাই। এবার সাদা পোশাকে রঙ্গীন স্বপ্ন। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশ।
টেস্ট সিরিজকে সামনে নিয়ে চলছে চুলচেড়া বিশ্লেষণ। কেমন হবে উইকেট, একাদশেই বা থাকবেন কারা। প্রথম টেস্টে কেমন হতে পারে কৌশল, নিশ্চয়ই সে আলোচনাও হয়েছে ক্রিকেটার, কোচ ও স্টাফদের মাঝে।
দক্ষিণ আফ্রিকার তারকা পেসাররা আইপিএল খেলছেন। তাই আনকোরা দলটার সাথে ম্যাচ জয়ের সুযোগ থাকছে। যদিও সাদা আর লাল বলে বিস্তর ফারাক বাংলাদেশের জন্য।
হেড টু হেড পরিসংখ্যানেও এগিয়ে দক্ষিণ আফ্রিকা। ১২ বারের দেখায় জয় নেই, ২ ড্র বাংলাদেশের প্রাপ্তি। তবে, পরিসংখ্যান ছাপিয়ে টাইগারদের অনুপ্রেরণা হতে পারে নিউজিল্যান্ড সিরিজ।
ব্যাটিং, বোলিং, ফিল্ডিং জিততে হলে তিন বিভাগেই রাখতে হবে সমান মনোযোগ। সঙ্গে মনে রাখা জরুরি, দুই ইনিংসেই অলআউট করতে হবে দক্ষিণ আফ্রিকাকে।