দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। সিরিজ নির্ধারনী তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রোটিয়াদের মাত্র ১৫৪ রানে অলআউট করে দিয়েছে টাইগাররা।
দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে পাঁচ উইকেট নিয়ে স্বাগতিক শিবিরে ধস নামান তাসকিন আহমেদ। অবশ্য শুরুতেই টাইগার বোলারদের তোপের মুখে পরে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। ১২ রানে ডি কককে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু আনে মেহেদি মিরাজ। এরপর তাসকিন ম্যাজিক, ভেরেনের পর মালানকে ফেরান ঢাকা এক্সপ্রেস। অধিনায়ক টেম্বা বাভুমাকেও টিকতে দেননি সাকিব। পরে প্রেটোরিয়াস, মিলার আর রাবাদাকে ফিরিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বার পাঁচ উইকেট নেন তাসকিন। মাঝে উইকেট নেয়ার মিছিলে যোগ দেন শরিফুল ইসলাম।