দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের নিখোঁজ মেয়র পার্ক ওন-সুনের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের নিখোঁজ মেয়র পার্ক ওন-সুনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মেয়রের মেয়ে বৃহস্পতিবার তার বাবার নিখোঁজ হওয়ার খবর দেওয়ার পর শত শত পুলিশ ড্রোন এবং কুকুর নিয়ে খোঁজ শুরু করেছিল। কয়েকঘণ্টা খোঁজাখুঁজির পর সিউলের উত্তরাঞ্চলে একটি পাহাড়ি রাস্তায় মধ্যরাতের দিকে মেয়র ওন-সুনের মৃতদেহ পাওয়া যায় বলে জানিয়েছে সিউল মেট্রোপলিটন পুলিশ সংস্থা। ওই জায়গার কাছেই সবশেষ তার মোবাইলে ফোনের সিগন্যাল পাওয়া গিয়েছিল। মৃত্যুর কোনও কারণ জানায়নি পুলিশ। দক্ষিণ কোরিয়ার অন্যতম প্রভাবশালী রাজনীতিবিদ পার্ক ওন-সুন ২০১১ সাল থেকে সিউলের মেয়র ছিলেন।