দখলদারদের অত্যাচারে অতিষ্ঠ নওগাঁ শহরবাসী
- আপডেট সময় : ০৫:২১:০৭ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
দখলদারদের অত্যাচারে অতিষ্ঠ নওগাঁ শহরবাসী। অধিকাংশ সড়কের পাশেই রাখা হয়েছে নির্মান সামগ্রী। শহরের ভেতরের সড়কগুলো দখল করে রাখা হয়েছে মালামাল। এতেকরে চরম ভোগান্তিতে পড়ছেন শহরের চলাচলকারীরা।
শহরের ব্যস্ততম সড়কের চিত্র এটি। বালি-পাথরের স্তুপ সড়কে রেখেই দিনের পর দিন চলছে নির্মান কাজ।।
প্রধান সড়ক তো দখলে আছেই। পাশাপাশি এখন বন্ধ ফুটপাতও। ছোট-খাট যানবাহন কিংবা পায়ে হেঁটে চলাচল; সবই দুরহ সাধ্য বিষয়। মাঝে মধ্যেই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। শহরবাসী বলছে, নিয়ম নীতির তোয়াক্কা না করে এভাবেই দখল হচ্ছে সব।
শহরবাসীর অভিযোগ, প্রথম শ্রেনীর পৌরসভা হলেও নওগাঁ শহরে পৌরসুবিধা থেকে বঞ্চিত তারা। রয়েছে নানা অরাজকতার অভিযোগ।
মেয়রের বক্তব্যে নিজের অসহায়ত্ব ফুটে উঠেছে। আইনশৃঙ্খলা সভায় এ নিয়ে আলোচনা করেও সহযোগিতা না পাওয়ার দাবি তাঁর।
এসব সমস্যা সমাধান করে শহরকে দ্রুতই বসবাস উপযোগী করে তোলা না গেলে আগামীতে বিপযর্য় নেমে আসবে; বলছেন সচেতন মহল।