দখলদারদের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে বরগুনার খাকদোন নদী
- আপডেট সময় : ০৭:৪৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
দখলদারদের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে বরগুনার খাকদোন নদী। গত দুই দশকে নদীটি মরা খালে পরিণত হয়েছে। ২৪ কিলোমিটার দৈর্ঘ্যের নদীটিতে নৌযান চলাচল করতে পারে মাত্র ৬ কিলোমিটার অংশে। অথচ এই অংশের দু’পাশও দখল হয়ে যাচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বলছে দখলদারদের তালিকা করা হচ্ছে।
নির্বিচারে দখল হয়ে যাওয়ায় অস্বিস্ত সংকটে পড়েছে বরগুনার নৌ যোগাযোগের একমাত্র পথ পায়রা ও বিশখালীর শাখা খাকদোন নদী। দখল ও ভরাট করে স্থাপনা নির্মাণ করায় দিন দিন সরু হয়ে ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। তবে নদী খনন কাজ অব্যাহত থাকলেও কোনো কাজেই আসছে না।
মোহনা থেকে শুরু করে নদীটির দু’পাশ দখল করেছে স্থানীয় প্রভাবশালীরা। এ ব্যাপারে জানতে চাওয়ায় দ্রুত পালিয়ে যান কয়েকজন ব্যবসায়ী।
খাকদোন নদীর দু’পাশের অবৈধ দখলদারদের তালিকা করা হচ্ছে জানালেন বরগুনার নদীবন্দর কর্তৃপক্ষের এই কর্মকর্তা ও জেলা প্রশাসক।
শিগগিরই খাকদোন নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদ করে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে এমনই প্রত্যাশা বরগুনাবাসীর।