দখলদারিত্বে বিলীনের পথে টাঙ্গাইলের মধুপুরের শাল গজারি বন
- আপডেট সময় : ০২:৫৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৫৭০ বার পড়া হয়েছে
অসাধু কর্মকর্তা ও স্থানীয় প্রভাবশালীদের দখলদারিত্বে বিলীনের পথে টাঙ্গাইলের মধুপুরের শাল গজারি বন। নব্বই দশক থেকে পর্যায়ক্রমে বন বিভাগের কতিপয় কর্মকর্তার যোগসাজশে উজাড় হচ্ছে শাল গজারি। বন বিভাগ বলছে, জনবল সংকটে দ্রুত ব্যবস্থা নেয়া সম্ভব হচ্ছে না। তবে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এটি টাঙ্গাইলের মধুপুরের বনাঞ্চলের বর্তমান চিত্র। ৯০ এর দশকে এর আয়োতন ছিল ৪৫ হাজার একর। স্থানীয় প্রভাবশালীদের জবর দখলে ধীরে ধীরে শালবনের বিস্তৃতি এসে দাঁড়িয়েছে ৯ হাজার একরে।
স্থানীয় প্রশাসন, রাজনীতিক ও স্থানীয় প্রভাবশালীরা কয়েক হাজার একর বনভূমি উজাড় করে গাছ কেটে নিচ্ছে । সম্প্রতি দোখলা রেঞ্জ অফিসের উত্তর-পূর্ব পাশে মাগিচোরাচালা ও চুনিয়া এলাকায় গজারি, সিদা, আজুগিসহ বিভিন্ন প্রজাতির প্রায় তিন হাজারের বেশি গাছ কেটে নিয়ে গেছে স্থানীয় একটি চক্র।
বন বিভাগকে ম্যানেজ করে প্রাকৃতিক বাগানের গাছ কেটে প্রায় ৫০ বিঘা জমিতে আনারস রোপনের পায়তারা করছে হরিনধরা গ্রামের তোতা মিয়া। প্রভাবশালী বনখেকোদের বিরুদ্ধে মুখ খুলতেও ভয় পান স্থানীয়রা।
গাছ কর্তনে প্রভাবশালীদের সহযোগিতা করার অভিযোগ অস্বীকার করলেন রেঞ্জ কর্মকর্তা হামিদুর রহমান।
বিভাগীয় বন কর্মকর্তা জানান , গাছ চুরির বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
বন বিভাগের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে মধুপুরের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার দাবী টাঙ্গাইলবাসীর।