দখল আর দূষণে জামালপুর শহরের বংশ খালটি আজ মৃতপ্রায়
- আপডেট সময় : ০৩:০৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
দখল আর দূষণে জামালপুর শহরের বংশ খালটি আজ মৃতপ্রায়। ময়লা আর আবর্জনার ভাগার হয়ে পানির স্বাভাবিক গতিপ্রবাহ হারিয়েছে অনেকটাই। পৌর কর্তপক্ষ বলছে দ্রুত বিশেষ প্রকল্পের মাধ্যমে বংশ খালের আশপাশে দখল হওয়া জায়গা উদ্ধার করে পানির স্বাভাবিক গতি ফিরেয়ে আনা হবে।
জামালপুরের এই বংশ খাল দিয়ে আগে পাল তোলা নৌকা, লঞ্চ, ষ্টিমার চলাচল করতো। কালের বিবর্তণে খালের আশপাশের জমি দখলের ফলে খালটি এখন মৃত্যুর পথে। ময়লা আর আবর্জনা ফেলায় খালের পানি দূষিত হওয়াসহ পানির স্বাভাবিক গতিপথও হারিয়ে যেতে বসেছে। তবে খালটি সংস্কার ও আশপাশের জমি দখলমুক্ত করে তার উপর বক্স কালভার্ট নির্মাণ করা হলে একদিকে যেমন পানির গতি পথ স্বাভাবিক হবে অপরদিকে খালের উপর রাস্তার হলে কমবে শহরের যানযাট।
অচিরেই একটি বিশেষ প্রকল্পের মাধ্যমে বংশ খালের আশপাশের দখল হয়ে যাওয়া জায়গা উদ্ধার করে পানির স্বাভাবিক গতি ফিরেয়ে তার উপর রাস্তা নির্মাণ করা হবে বলে জানালেন পৌর মেয়র।
সব মিলিয়ে দখল আর দূষণ থেকে বংশ খালটি রক্ষা পাবে এমটি প্রত্যাশা পৌরবাসি।