দলীয় নেতাকর্মীদেরকে গরীব অসহায় ও কর্মহীনদের মাঝে অর্থ বিতরণ করার আহবান
- আপডেট সময় : ০১:৫৮:০২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
এবারের ঈদে দলীয় নেতাকর্মীদেরকে কেনাকাটা না করে গরীব অসহায় ও কর্মহীনদের মাঝে অর্থ বিতরণ করার আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঈদে কেনাকাটায় সংযম ও পরিমিতিবোধ বজায় রাখার জন্য বিত্তবান ও ধনাঢ্য ব্যক্তিবর্গের প্রতি আহবানও জানান তিনি। সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন ওবায়দুল কাদের
। সরকারের বিরুদ্ধে বিষোদগার না করে সংকটকালে মির্জা ফকরুল ও তাঁর দল বিএনপিকে জনগণের পাশে দাঁড়িয়ে করোনা প্রতিরোধে মানবিক দায়িত্ব পালনেরও আহবান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক । জীবন ও জীবিকার চাকা সচল রাখতে সরকার কিছু কিছু ক্ষেত্রে সাধারণ ছুটি শিথিল করেছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন এক শ্রেনীর মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং অনলাইনে গুজব ছড়াচ্ছে। উদ্দেশ্যমূলক এসব গুজব ও অপপ্রচার ভাইরাসের চেয়েও ভয়ংকর। করোনা যোদ্ধাদের প্রতি ওবায়দুল কাদের বলেন, আপনাদের পরিবারের সুরক্ষায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পাশেই আছে।