দলীয় শৃঙ্খলা না মানলে কাউকে ছাড় দেয়া হবে না : ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
দলীয় শৃঙ্খলা না মানলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারী দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানশেষে দলীয় শৃঙ্খলা পালনের বিষয়ে কঠোর সিদ্ধান্ত আসবে বলে জানান তিনি।
সকালে নওগাঁর পোরশা উপজেলা সম্মেলনে নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ হুঁশিয়ারী দেন তিনি। কারো ব্যক্তিগত অনিয়মের দায় দল বহন করবে না জানিয়ে তিনি বলেন, বিএনপি সাম্প্রদায়িক উস্কানীতে পৃষ্ঠপোষকতা করছে। এসব অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বিভিন্ন নির্বাচনী প্রচারণা ও দলীয় কার্যক্রমে বক্তব্য দেয়ার ক্ষেত্রেও সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, অরাজনৈতিক বক্তব্যে দল ও সরকারের অর্জন প্রশ্নবিদ্ধ করে।