দলের নেতাকর্মীদের মন্দির-মণ্ডপ পাহারায় থাকার আহবান জানিয়েছেন ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৩৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
দুর্গাপূজাকে ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিহত করতে দলের নেতাকর্মীদের মন্দির-মণ্ডপ পাহারায় থাকার আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির শেখ হাসিনার দলীয় কার্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ একথা জানান তিনি। কাদের বলেন, সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদী শক্তিকে বাইরে থেকে যতটা নিষ্ক্রিয় মনে হয়, ভেতরে ভেতরে তার চেয়ে বেশি সক্রিয় তারা। এসময় আসন্ন দূর্গা পূজায় সনাতন ধর্মাবলম্বীদের পূর্ণ নিরাপত্তা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।