দলে আগাছা পরিষ্কারের শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে
- আপডেট সময় : ০২:৩৩:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের মধ্যে সাম্প্রদায়িকতার অভিযোগে অভিযুক্তদের তালিকা দায়িত্বপ্রাপ্তদের হাতে তুলে দেয়া হয়েছে। তিনি বলেন, দলে আগাছা পরিষ্কারের শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে। সকালে ঢাকার কমলাপুর বিআরটিসি ডিপোতে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ৯টি বাস হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন ওবায়দুল কাদের।
শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য ঢাকাসহ কয়েকটি জেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ৯টি গাড়ি দেয় বিআরটিসি। সকালে রাজধানীর কমলাপুর বিআরটিসি ডিপোতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গাড়ি হস্তান্তর করেন। এসময় আলোচনায় যোগ দিয়ে বিআরটিসি থেকে অনিয়ম দুর্নীতির অভিযোগগুলোকে দুর করে গাড়ি রক্ষনাবেক্ষনের তাগিদ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
মন্ত্রী বলেন, বিএনপি ব্যর্থ হয়ে নিজেরাই নিজেদের নেতৃত্বের ব্যর্থতা নিয়ে অভিযোগ পর অভিযোগ করছে। আওয়ামী লীগে যে শুদ্ধি অভিযান চলছে তা অব্যাহত থাকবে বলেও জানান দলের সাধারণ সম্পাদক। যুবলীগের নতুন চেয়ারম্যানের নেতৃত্বে সংগঠনটির উজ্জল ভাবমূর্তি ফিরিয়ে আসবে বলেও আশা করেন ওবায়দুল কাদের।