দলে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই : মুজিবুল হক চুন্নু
- আপডেট সময় : ০৭:৪১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
- / ১৭০২ বার পড়া হয়েছে
উৎসবমুখর পরিবেশে শেষ হলো জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। রাজধানীর বনানীতে শেষ দিনে নেয়া হয় চট্টগ্রাম ও ঢাকা বিভাগের সাক্ষাৎকার। এ সময় সংবাদ সম্মেলনে পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানান, দলে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ নির্বাচন করলে, সহযোগিতা করা হবে। ২৭ নভেম্বর তিনশো আসনের প্রার্থী তালিকা প্রকাশ করার কথাও জানান তিনি।
আনন্দ-উৎসবের মধ্যে দিয়ে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী নির্ধারণে সাক্ষাৎকার দিতে আমেন মনোনয়ন প্রত্যাশীরা। শেষে দিনে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হয়। এসময় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ দলের র্শীর্ষ নেতারা উপস্থিতিল ছিলেন।
সাক্ষাৎকার দিয়ে যোগ্যতায় ত দলীয় মনোনয়ন পাবার প্রত্যাশা জানান অনেকে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জয়ের আশাবাদ জানান তারা। সংবাদ সম্মেলনে দলের মহাসচিব বলেন, জাতীয় পার্টির মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। রওশন এরশাদ নির্বাচন করলে দল সহযোগিতা করবে। ২৭ নভেম্বর তিনশ’ আসনেরই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে জানান মুজিবুল হক চুন্নু।