দশম শ্রেণীর ফরম ফিলাপের সময় রাজশাহীতে ঝরে পড়ে ৩০ হাজার শিক্ষার্থী
- আপডেট সময় : ০৩:২৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
নবম থেকে দশম শ্রেণীতে উঠেই স্কুল হতে লাপাত্তা প্রায় ৩০ হাজার শিক্ষার্থী। এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় ঝরে পড়ার বিষয়টি নজরে আসে রাজশাহী শিক্ষা বোর্ডের। এদের মধ্যে ছাত্রী সংখ্যাই বেশি। বোর্ডের চেয়ারম্যান বলছেন, সরকারের পক্ষ হতে নানা প্রণোদনা দেয়ার পরও ঝরে পড়ার হার কেন ঠেকানো যাচ্ছে না, তা গবেষণা হওয়া প্রয়োজন।
রাজশাহী শিক্ষা বোর্ডের পাবলিক পরীক্ষাগুলোর রেজাল্টে বরাবরই ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। বলা হয়ে থাকে, ক্লাসেও তুলনামূলকভাবে পড়াশোনায় তারাই বেশি মনোযোগী। কিন্তু এবার এসএসসি পরীক্ষার আগে শিক্ষা বোর্ডের হিসেবে ঝরে পড়ার হার উদ্বেগজনক। পরীক্ষার্থীর প্রায় ১৪শতাংশই শিক্ষাকার্যক্রমে অনুপস্থিত।
রাজশাহী শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিতে ২০২১ সালে নবম শ্রেণীতে নিবন্ধন করে দুই লাখ ১৬ হাজার ১৩১ জন শিক্ষার্থী। কিন্তু এরমধ্যে দশম শ্রেণীতে ওঠার পর শেষ পর্যন্ত ফরম পূরণ করে এক লাখ ৯৬ হাজার ৬০০ জন। তবে বাকি ২৯ হাজার ৮৮০ জন শিক্ষার্থীর কোনো হদিসই নেই শিক্ষা বোর্ডের কাছে। এদের মধ্যে ২৩ হাজার ৩০৬জনই ছাত্রী। শিক্ষা বোর্ড চেয়ারম্যান বলছেন, ঝরেপড়ার কারণ জানা নেই।
এদিকে, অটো পাসের সুযোগ থেকে বেরিয়ে সরাসরি নতুন পদ্ধতিতে পরীক্ষায় অবতীর্ণ হতে হচ্ছে শিক্ষার্থীদের। এ জন্য আগেভাগেই এবার নির্বাচনীর পরীক্ষা আদলে একাধিক পরীক্ষাও নেয়া হয়েছে।
করোনাকালে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা ঠিকমতো না হওয়ায় এবার প্রতি গ্রুপের তিনটি বিষয়ে পরীক্ষা হচ্ছে না।
আসছে ১৯ জুন থেকে শুরু হবে এসএসসি পরীক্ষা । রাজশাহী বোর্ডের অধীনে আট জেলার ২৭০টি কেন্দ্রে পরীক্ষা দেবে দুই হাজার ৬৭৬টি স্কুলের শিক্ষার্থীরা।