দাপুটে এমপি শিমুলের কৃপা ছাড়া শহরে আওয়ামী লীগ নেতাকর্মীদেরও বাস করা নিষিদ্ধ!
- আপডেট সময় : ০১:৫০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
নাটোরের দাপুটে এমপি শিমুলের কৃপা ছাড়া শহরে আওয়ামী লীগ নেতাকর্মীদেরও বাস করা নিষিদ্ধ! শিমুলের ক্যাডার বাহিনীর অত্যাচার-নির্যাতনে এখন ঘরছাড়া জেলা আওয়ামী লীগের খোদ সভাপতিও।আধিপত্য নির্বিঘ্ন করতে দল থেকে ছেঁটে ফেলেছেন প্রবীণ ও ত্যাগী নেতাদের। দলে ভেড়া হাইব্রিড নেতাসহ আত্মীয়-স্বজনদের বসিয়েছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে। দেশে-বিদেশে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। তবে এমপি শিমুলের লাগাম টেনে ধরতে এবার একাট্টা হয়েছেন জেলার চার এমপি।
নাটোর-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস। সারাটা জীবন আওয়ামী লীগের রাজনীতিই করেছেন। পাঁচবারের এমপি, বর্তমানে নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি। নাটোর শহরের চেয়ারম্যানপাড়ায় মিরাজ মহল নামে এই বাড়িতে থাকার জন্য ভাড়া নিয়েছিলেন আব্দুল কুদ্দুস এমপি। কিন্তু সদর আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুলের ক্যাডারদের হুমকিতে সেই বাসায় আর উঠতে পারেন নি । এমন কি বসতে পারেন না, দলীয় কার্যালয়েও। গেল ২৭জুলাই স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ভার্চ্যুয়াল আলোচনায় এমন অসহায়ত্বের কথা তুলে ধরেন সরকার দলীয় এই এমপি। আব্দুল কুদ্দুসের মতই এমপি শিমুলের কাছে নিগৃহীত দলের অন্য নেতারাও।
অভিযোগ রয়েছে এমপি হওয়ার পর ফুলেফেঁপে ওঠেছে শিমুলের সম্পদ। আগে ছোটখাটো বাড়ি থাকলেও এখন দেশে-বিদেশে নির্মাণ করেছেন বিলাসবহুল বাড়ি। দলের নেতাকর্মীদের এড়িয়ে বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন আত্মীয়-স্বজনদের।
তবে সকল অভিযোগই উড়িয়ে দিয়ে এমপি শিমুল দাবি করেন, দলের মধ্যে থেকেও নৌকা বিরোধীরাই তাঁর বিরুদ্ধে অপপ্রচার করে বেড়াচ্ছেন।
এদিকে, নাটোরের এমন পরিস্থিতিকে দলের ভেতর নেতৃত্বের প্রতিযোগিতা হিসেবেই দেখছেন আওয়ামী লীগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। হুমকি দেয়ার অভিযোগ এনে এমপি শিমুলের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় জিডি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক সুজিত সরকার।