দাবি আদায় না হওয়া পর্যন্ত অহিংস কর্মসুচি চালিয়ে যাওয়ার ঘোষণা শাবিপ্রবির শিক্ষার্থীদের
- আপডেট সময় : ০৪:৫৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
অনশন ভাঙার পর, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের ধরন পাল্টিয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অহিংস কর্মসুচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। শাবিপ্রবি উপাচার্যকে বাসভবনে অবরুদ্ধ করে রাখার কর্মসূচি প্রত্যাহার করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
গতকাল রাত সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান শিক্ষার্থীদের মুখপাত্র মোহাইমিনুল বাশার রাজ। আজ থেকে বিশ্ববিদ্যালয়ের অবরোধ তুলে নেয়ার পাশাপাশি প্রধান ফটকসহ সবগুলো খুলে দেয়ার কথা জানান তিনি। তালা খুলে দেয়া হয়েছে সব একাডেমিক ভবনেরও। তবে, ভিসির পদত্যাগের আগ পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের পক্ষ থেকে ৫ দফা দাবি পূরণে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করার দায়িত্ব নিয়েছেন ড. জাফর ইকবাল ও ড. ইয়াসমিন হক। শাবিপ্রবি’র এক কিলোমিটার সড়কে আজ আলপনা আকাঁ শুরু হবে। রাতে অনুষ্ঠিত হবে প্রতিবাদী গান।এতে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলো অংশ নেবে।