দাবি মানলেই দেশে হবে শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচন : ফখরুল
- আপডেট সময় : ০৭:২৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
- / ১৬২৪ বার পড়া হয়েছে
দাবি মেনে নিলে দেশে শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচন হবে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের পাতানো নির্বাচনে জনগণ এবার পা দেবে না। রাজধানীতে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ- এ্যাব আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। আওয়ামী লীগ বর্গীদের মতো দেশে লুটপাটতন্ত্র কায়েম করেছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
জ্বালানি খাতের বিশৃঙ্খলা ওলুটপাট নিয়ে রাজধানীতে গোলটেবিল বৈঠক করে এসোসিয়েশন অব ইন্জিনিয়ার্স বাংলাদেশ- এ্যাব। এতে, মূল প্রবন্ধ উপস্থাপনের পাশাপাশি বক্তারা জ্বালানি খাতের উন্নয়নে করণীয় তুলে ধরেন। বৈঠকে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের লুটপাটে দেশের অর্থনীতি দ্রুত রসাতলে যাচ্ছে।
সরকার জনগণের প্রতিবাদকে বন্ধ করতে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় টিকে আছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, গোটা রাষ্ট্রকে পরিকল্পিতভাবে পরনির্ভরশীল ও রাজনৈতিকভাবে কুক্ষিগত করে রাখাই আওয়ামী লীগের পরিকল্পনা।