দারিদ্র্য বিমোচনে শিক্ষা একমাত্র হাতিয়ার: প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
- / ১৬৬৯ বার পড়া হয়েছে
দারিদ্র্য বিমোচনে শিক্ষা একমাত্র হাতিয়ার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সার্বজনীন মানসম্মত শিক্ষা ব্যবস্থাই গড়ে তোলা সরকারের লক্ষ্য। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ ও প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা ২ বছর করার পরিকল্পনা করছে সরকার। ১৫ বছরে প্রাথমিক বিদ্যালয়ে নারী শিক্ষকের সংখ্যা ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। খেলাধূলার মাধ্যমে শিশুদের সুপ্ত মেধার বিকাশ ঘটাতে হবে। শিক্ষার্থী ঝড়ে পড়ার অন্যতম কারণ টিফিন। ফিডিং সিস্টেম কমিউনিটির মাধ্যমে করতে চান। ছোট শিশুরাই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার মূল কারিগর বলেও জানান সরকার প্রধান।