দায়িত্ব পালনের মধ্যেই ঈদের আনন্দ
- আপডেট সময় : ০৭:৪৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
ঈদের দিন ছুটি না কাটিয়ে মানুষের সেবায় কাজ করছেন অনেক পেশার মানুষ। গণমাধ্যম কর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ডাক্তারসহ জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিরা ঈদ উদযাপন করছে দায়িত্ব পালনের মধ্যে দিয়ে।
ঈদ মানেই ছুটি, ঈদ মানেই আনন্দ ভাগাভাগি করে নেয়া। তাইতো পরিবার ও স্বজনদের সাথে ঈদের সময় কাটাচ্ছেন দেশবাসী।
তবে, কিছুটা ব্যাতিক্রম দৃশ্য চোখে পড়ে সেবা প্রদানকারী বিভিন্ন মানুষের মধ্যে। ঈদের দিনও কর্মব্যস্ততায় পার করছেন ট্রাফিক পুলিশ ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা।
এদিকে অনেক পেশার মতো স্বজনদের ছেড়ে কর্মস্থলে কাজের মাঝে ঈদ উদযাপন করছেন গণমাধ্যম কর্মীরাও।রাজধানীর বিভিন্ন হাসপাতালে চোখে পড়ে ডাক্তার ও নার্সদের কর্মব্যস্ততার দৃশ্য। জরুরী ও মুমূর্ষ রোগীদের সেবা দিতে নিরলসভাবে কাজ করছেন তারা। এমন দিনে চিকিৎসকদের সেবা পেয়ে আবেগ আপ্লুত রোগী ও স্বজনরা।
চিকিৎসকরা বলছেন, স্বজনদের সাথে ঈদ করতে না পারলেও সেবা দানের মধ্যে দিয়ে সেই আনন্দ খুঁজে পাচ্ছেন তারা।
দায়িত্ব পালনের মধ্যেই ঈদের আনন্দ উপভোগের পাশাপাশি দূরে থাকা স্বজনদের জন্য শুভকামনা জানিয়েছেন এসব কর্মযোদ্ধারা।