দিনাজপুরের বাজারে উঠতে শুরু করেছে গুটি পেঁয়াজ
- আপডেট সময় : ০২:১১:০১ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
দিনাজপুরের বাজারে উঠতে শুরু করেছে গুটি পেঁয়াজ। প্রতি কেজি বিক্রি হচ্ছে মাত্র ২৫ থেকে ৩০ টাকায়। এতে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে ২০ টাকা কমে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে সবোর্চ্চ ৬০ টাকায়। তবে, ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি করা ঠিক হবে না বলে মনে করে কৃষি বিভাগ।
দিনাজপুরে প্রায় দু’হাজার হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। এরিমধ্যে বাজারে উঠতে শুরু করেছে পাতা বা গুটি পেঁয়াজ। প্রতিকেজি মাত্র ২৫ টাকায় পেয়ে ক্রেতারা খুশি।
বাজারে সঙ্কট দেখা দেয়ায় এবার জেলায় বেড়েছে পেঁয়াজের আবাদ। গৃহিনীরা বাড়ির আনাচে-কানাচে পেঁয়াজ লাগিয়েছেন। তবে, দাম কম দেখে হতাশ হয়েছে তারা।
পেঁয়াজের আবাদ বাড়াতে সরকারও নিয়েছে বিভিন্ন পদক্ষেপ।জেলার এক উপজেলাতেই প্রায় চার’শ হেক্টর জমিতে আবাদ হয়েছে। বেশি দিন সংরক্ষণ করা যায়– এমন জাতের পেঁয়াজ আবাদে কৃষকদের উদ্ধুদ্ধ করছে, কৃষি বিভাগ। এবার জেলায় পেঁয়াজ আবাদের পরিমান লক্ষ্যমাত্রাকে ছাপিয়ে যাবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।