দিনাজপুরে কমছে ফসলি জমি

- আপডেট সময় : ০২:৪৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১
- / ১৫৭০ বার পড়া হয়েছে
দিনাজপুরে কমছে ফসলি জমি। বাড়ছে শিল্প কারখানা। কৃষি বিভাগের তথ্য মতে, কৃষি জমিতে শিল্প কারখানা ও বসতি স্থাপনই এর মূল কারণ। কৃষি জমি রক্ষায় ভবন নির্মাণের আগে কৃষি বিভাগের ছাড়পত্র নেয়ার নিয়ম চালু করা হলে কৃষি জমি হ্রাসের পরিমাণ কমিয়ে আনা যাবে বলে মনে করছেন সংশ্লীষ্টরা।
দুশ্চিন্তার মহাখরগ মাথায় নিয়ে আনমনে ধান কাটছে জেলার বিরল উপজেলার কৃষক মোহাম্মদ সাদেক। চোখের সামনে শত শত একর কৃষি জমি ধ্বংস করে গড়ে তোলা হচ্ছে শিল্প কারখানা। সংকুচিত হয়ে আসছে কৃষি ক্ষেত্র।
শুধু সাদেক নয় এমন ভাবনা ভাবিয়ে তুলেছে জেলার ১৩টি উপজেলার শতশত কৃষক কে। তাই এ বিষয়ে সরকারের দৃষ্টি দেয়ার দাবি তাদের। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বিষয়টি দেখভালের দায়িত্ব তাদের নয়। জেলা প্রশাসন বলছে এ বিষয়ে তারা কোনো অভিযোগ পাননি।
জেলা কৃষি সম্প্রসারণ অফিসের তথ্যমতে ভবন নির্মাণে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অনুমোদনের প্রয়োজন হয়। এ ব্যাপারে আসলে নীতিমালার দুর্বলতা রয়েছে। যেখানে ভবন নির্মাণ করা হচ্ছে সেটি কৃষি জমি কি না সে ব্যাপারে কৃষি বিভাগের কোনো অনুমোদন নেওয়া হয় না।