দিনাজপুরে ট্রাক্টরের ধাক্কায় সাথী রানী নামে এক শিক্ষার্থী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় সাথী রানী নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।
দুপুরে উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের তালপুকুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাথী রানী ওই ইউনিয়নের দুর্গাডাঙ্গা গ্রামের মনীন্দ্র নাথ রায়ের কন্যা এবং দুর্গাডাঙ্গা হাইস্কুলের ১০ম শ্রেণীর ছাত্রী। পুলিশ জানায়, দুপুরে তালপুকুর বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় সাথী রানীকে একটি ট্রাক্টর ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।