দিনাজপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে ৪ কিশোরসহ ৭ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
দিনাজপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে ৪ কিশোরসহ ৭ জনের মৃত্যু হয়েছে।
বিকেলে সদরের ৮ নম্বর উপশহর এলাকার ব্লক মাঠে খেলার সময় বজ্রপাতে মারা যায় কিশোর সাজ্জাদ, আতিক, মিম ও আপন। এসময় আহত হয় আরো তিন শিশু। স্থানীয়রা জানান, ঘটনাস্থলেই তারা মারা যায়। আহতবস্থায় তিন জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বজ্রপাত এই তিনজন নিহত হয়েছে। বিকেলে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন, আব্দুর রাজ্জাক, আব্বাস আলী এবং নুর ইসলাম। মাঠে কাজ করার সময় হঠাৎ মেঘের গর্জন, সাথে বজ্রপাতে ঘটনাস্থলেই তিন মারা যায। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।