দিনাজপুরে যাত্রীবাহী বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নি-হত

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
- / ১৬৫৬ বার পড়া হয়েছে
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের চড়ারহাট এলাকার এ দুর্ঘটনা টি ঘটে। নিহতার হলেন-ট্রাকচালক আকরাম হোসেন এবং বাসযাত্রী দিনাজপুরের জান্নাত আরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট টুলটুলিপাড়া এলাকায় পৌঁছালে ট্রাক এবং বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক এবং বাসের এক যাত্রী নিহত হন। নবাবগঞ্জ থানার ওসি তৌহিদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।