দিনাজপুরে ১৩ উপজেলায় ধান কাটার ধুম পড়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
দিনাজপুরে ১৩ উপজেলায় ধুম পড়েছে আমন ধান কাটার উৎসব। দম ফেলার ফুরসত নেই কৃষক পরিবার গুলোর। দিগন্ত জোড়া সোনালী ধান মাঠে থেকে ঘরে ধান তুলছে কৃষক।
তবে উচ্চ ফলনশীল ধানের আস্ফালনে হারিয়ে যাচ্ছে দেশি জাতের ধান। সংশ্লিষ্টরা বলছেন, বাড়ছে মানুষ তাই বাড়াতে হচ্ছে ধানের উৎপাদন। ফলের সংকুচিত হয়ে আসছে স্থানীয় জাতের ধানের আবাদ। এবার আমনের বাম্পার ফলন হয়েছে ধানের জেলা দিনাজপুরে। চোখ জুড়ানো দিগন্ত বিস্তৃত সোনালী ধান ক্ষেত দেখে মুগ্ধ হচ্ছে মানুষ। বাজারে ধানের দাম প্রত্যাশিত থাকায় খুশি কৃষক।
তবে কিছু কিছু জায়গায় পোকার উপদ্রব বেশি থাকায় ফলন কম হয়েছে বলে জানান কৃষকরা।