সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত
- আপডেট সময় : ১২:২৭:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
পঞ্চগড়, সাভার, দিনাজপুর, মাদারীপুর ও শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছে।
পঞ্চগড়ের বালুভর্তি ট্রাক্টরের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বিকাল সাড়ে তিনটার দিকে পঞ্চগড়-আটোয়ারী জেলা সড়কের রজলী খালপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, দিনাজপুরের পারবর্তিপুর এলাকার মেহেদী হাসান মুন ও ঠাকুরগাওয়ের পীরগঞ্জ এলাকার উৎপল কুমার রায়। পুলিশ জানায়, নিহত দুইজন মোটরসাইকেলে আটোয়ারী থেকে পঞ্চগড় যাওয়ার পথে রজলি খালপাড়া এলাকায় এশটি বালুভর্তি এশটি ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়।
ঢাকার ধামরাইয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় ফরিদা বেগম নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছে। পুলিশ জানায়, মানিকগঞ্জগামী ট্রাক ঢুলিভিটা এলাকায় রাস্তা পার হওয়ার সময় ওই নারী পোশাক শ্রমিককে চাপা দেয়। তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত করেন।
দিনাজপুরে দশমাইল নামক স্থানে ধানবাহি ট্রলি-সাইকেলের সংঘর্ষে তছিমুল আলম স্বপন নামের এক যুবক নিহত হয়েছে। দশমাইলে যাওয়ার পথে সাদিপুরে একটি ট্রলি চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মাদারীপুরের শিবচরে মাহিদ্র ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে চাঁন মিয়া নামের এক যুবক নিহত হয়েছে।শরীয়তপুরের নড়িয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জহিরুল ইসলাম মুকুল এক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে।