নানামুখী দ্বন্দ্বে আটকে আছে দিনাজপুর পৌরসভার রাস্তা উন্নয়ন কাজ

- আপডেট সময় : ০৬:১৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০
- / ১৫৭১ বার পড়া হয়েছে
দিনাজপুর পৌরসভার রাস্তাঘাটের বেহাল দশায় নাজেহাল পুরো জেলাবাসী। সচেতন নাগরিকরা মনে করে, নানামুখী দ্বন্দ্বে আটকে আছে উন্নয়ন কাজ। মেয়র শোনান তার উন্নয়ন পরিকল্পনার কথা। আর, স্থানীয় সংসদ সদস্য বলেন, এরি মধ্যে উন্নয়নের কারণে গ্রাম পরিনত হয়েছে শহরে।
১৮৬৯ সালে গঠিত হয় দিনাজপুর পৌরসভা। দেড়’শ বছরের পুরনো প্রথম শ্রেনীর এই পৌর শহরের বেশির ভাগ রাস্তা-ঘাটেরই বেহাল দশা। ১৩টি উপজেলার মানুষ ছাড়াও, নানা কাজে সারাদেশে থেকে আসা লোকজন এখানে যাতায়াতের সময় বিপাকে পড়ে।
মেয়র-হুইপ দ্বন্দ্বই রাস্তা-ঘাটের এমন বেহাল দশার কারণ বলে মনে করেন অনেকে। প্যানেল মেয়র জানান, এর দায় মেয়রের।
সচেতন নাগরিক কমিটি বলছে, উন্নয়নের জন্য মেয়রকে ক্ষমতাসীনদের কাছে যেতেই হবে।
তবে মেয়র মনে করেন, পৌরসভার নিজস্ব আয় দিয়েই উন্নয়ন সম্ভব।
স্থানীয় সংসদ সদস্য ইকবালুর রহিম জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে গ্রামকে শহরে, রুপান্তরের কাজ চলছে।
তিনি আশা করেন, উন্নয়নের রোল মডেলের সাক্ষী হবে এই পৌরসভাটি।