দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া ও জামালপুরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত
- আপডেট সময় : ০৭:৪২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া ও জামালপুরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে।
দিনাজপুরে পৃথক দুটি সড়ক দূঘর্টনায় ২ জন নিহত হয়েছে। সকালে বিরল উপজেলা ধুকুরঝাড়ি নামক স্থানে ভটভটি ও মোটরসাইকেল সংঘর্ষে মোটর সাইকেল চালক জামাল উদ্দিন নিহত হয়। অপরদিকে, স্বামী সন্তানসহ মোটরসাইকেলে শাপলা খাতুন কারেন্ট-হাট যাওয়ার পথে হেলিপোর্ট এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক্টর মোটর সাইকেলটিকে সজোড়ে ধাক্কা দিলে শাপলা খাতুন ট্রাক্টরের চাকার নিচে পড়ে যায় ও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি অটোরিক্সা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে আরোহী কলেজ ছাত্র মাহী খান।
জামালপুরের ইসলামপুরের ভটভটির চাপায় শাকিল নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। চরপুটিমারি ইউনিয়নের ডিগ্রীরচর সুরুজ মিয়ার বাজার সংলগ্ন রাস্তা পারা-পারের সময় শাকিলকে পিছনদিক থেকে ভটভটি এসে ধাক্কা দিলে সে রাস্তায় পরে গুরুতর আহতে হয়। পরে হাসপাতালে নিলে মারা যায় সে।