দিনাজপুর-রংপুর মহাসড়কে একটি নৈশকোচ উল্টে ওই কোচের সহকারী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
দিনাজপুর-রংপুর মহাসড়কের চম্পাতলী নামক এলাকায় তানিয়া নামক একটি নৈশকোচ উল্টে ওই কোচের সহকারী নিহত হয়েছে।
সকাল ৬ টার দিকে এই দূর্ঘটনা ঘটে।নিহত নৈশ কোচ সহকারীর নাম জানাতে পারেনি দশমাইল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা শামসুর নুর।
পুলিশ জানায়, সকালের দিকে ঢাকা থেকে-ঠাকুরগাগামী নৈশকোচ রামডুবি এলাকায় কোচটি উল্টে যায়।এসময় ওই কোচের সহকারী কোচের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ বিষয়ে আইনী ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানায় দশমাইল হাইওয়ে থানা পুলিশ।