দিনের আলোতে অন্ধকার দেখে বিএনপি: কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
বিএনপির বাজেট সমালোচনাকে অন্ধবিদ্বেষ প্রসূত কথামালার চাতুরী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তারা ভালো কিছু চোখে দেখে না, দিনের আলোতে অন্ধকার দেখে বিএনপি।
সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত দলের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বাজেট নিয়ে বিএনপির সমালোচনার জবাবে এ মন্তব্য করেন তিনি। করোনার এই মহামারীর মাঝে জীবন ও জীবিকাকে প্রাধান্য দিয়ে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব এবং সাধারণ মানুষের অংশগ্রহণের নিশ্চয়তাসহ সময়োপযোগী ও বাস্তবধর্মী বাজেট বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।