দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ
- আপডেট সময় : ০৮:১১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
দিন দিন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আক্রান্তের শুরুতে চিকিৎসা নিলে ঝুঁকি মোকাবিলা সম্ভব বলে জানান তারা। এদিকে, ধানমন্ডিতে নির্মাণাধীন ভবনে ডেঙ্গুর লার্ভা থাকার আশঙ্কায় ভবন মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে, ডেঙ্গু মশা নিধনে সিটি কর্পোরেশনের ছিটানো রাসায়নিকের সমালোচনা করেন স্থানীয় বাসিন্দারা।
সম্প্রতি বৃষ্টির কারণে আবারও বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালগুলোতেও দিন দিন বাড়ছে রোগীর সংখ্যা। দৈনিক ২০ থেকে ২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে।
এমন পরিস্থিতি মোকাবিলায় এডিস মশা নিয়ন্ত্রনে ধানমন্ডি ৮ নম্বর এলাকায় ভ্রাম্যমান আদালত বসায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ সময় একটি নির্মাণাধীন ভবনে লার্ভা সৃষ্টির ঝুঁকি থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বারবার সাবধান করা সত্ত্বেও, সচেতন না হওয়ায় জরিমানা করা হয় বলে জানান, স্থানীয় কাউন্সিলর।
তবে, ডেঙ্গু মশা নিধনে সিটি কর্পোরেশনের ছিটানো রাসায়নিকের মান নিয়ে সমালোচনা করেন স্থানীয়রা।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এ মৌসুমে ৭’শ ৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। গেলো ২৪ ঘন্টায় ৮ জন রোগী ভর্তি হয়েছে। তবে, রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে বলে জানান হাসপাতালের পরিচালক।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে উঠে এসেছে, সারাদেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা কয়েক হাজার। এ মৌসুমে ডেঙ্গুতে মারা গেছে ৩১ জন। এদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি এলাকার রয়েছেন দুই জন।