দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:০৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
- / ১৬৭৪ বার পড়া হয়েছে
দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ। ২৪ ঘন্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে ১০ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
হাসপাতালগুলোতেও শয্যা সংকটের মধ্যেও নতুন ভর্তি হয়েছে ২ হাজার ২০২ জন। কোনো রোগীকে ফিরিয়ে দেয়া হচ্ছে না। মেঝেতে কিংবা বারান্দায় রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অনেক এলাকাতেই একই পরিবারের সব সদস্যের অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। চলতি জুলাই মাসেই ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেছে ১৮২ জনের। সরকারি হিসেবে এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৬ হাজার ২৭২ জনেরও বেশি। এ বছর যারা মারা গেছেন তাদের বেশিরভাগেরই বয়স ১৫ থেকে ৩৫-এর মধ্যে।