দিরাই শাল্লা আসনে আ‘লীগের মনোনয়ন জমা দিলেন প্রদ্যুৎ কুমার তালুকদার
- আপডেট সময় : ০১:৪৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
- / ১৮৪৭ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিক্রির তৃতীয় দিনে সুনামগঞ্জ-২ দিরাই শাল্লা আসন থেকে দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য প্রদ্যুৎ কুমার তালুকদার।
রোববার (২০ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দিরাই-শাল্লা ২ আসনে নৌকার প্রার্থী হতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং একই দিন মনোনয়ন জমা দেন হাওর পাড়ের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী, সুনামগঞ্জ জেলা আওয়ামীলিগের কার্যনির্বাহী সদস্য প্রদ্যুৎ কুমার তালুকদার।
এ সময় সুনামগঞ্জ ও দিরাই-শাল্লা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রদ্যুৎ কুমার তালুকদার বলেন, ‘আপনারা জানেন দেশে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হতে যাচ্ছে। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের উন্নয়নকে তুলে ধরে শান্তি সমাবেশ ও গণ সংযোগ করেছি। আমি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দিরাই-শাল্লার মানুষের পাশে থেকে কাজ করেছি। এছাড়াও সুনামগঞ্জের ইতিহাসে অকাল বন্যা কবলিত ১২ হাজার পরিবারের পাশে দাঁড়িয়েছি। করোনাকালে অসহায় ও হতদরিদ্রদের খাদ্যপণ্য, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে তাদের সুরক্ষিত রাখার চেষ্টা করেছি।’
তিনি আরও বলেন, আমি এলাকার বেকার-যুবকদের আমার নিজ হাতে গড়া প্রয়াস গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ করে দিয়েছি এবং মাদকমুক্ত সমাজ গড়ার চেষ্টা করেছি। আমি মনোনয়ন প্রত্যাশী, আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে নৌকার মনোনয়ন দেন। তা হলে আমি আমার কর্মদক্ষতায় স্মার্ট দিরাই-শাল্লা উপজেলা গড়ে তুলতে সক্ষম হব।
প্রদ্যুৎ কুমার বলেন, ‘আপনারা জাতির জনক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্য দোয়া করবেন।আমরা চাই তিনি সারাজীবন আমাদের প্রধানমন্ত্রী হিসেবে পাশে থেকে ভাগ্য উন্নয়নে আরও এগিয়ে নিয়ে যাক।’