দিল্লির সাম্প্রতিক সহিংসতা ‘পরিকল্পিত গণহত্যা’: মমতা
- আপডেট সময় : ০৮:৩১:২৭ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০
- / ১৬১৩ বার পড়া হয়েছে
দিল্লির সাম্প্রতিক সহিংসতাকে ‘পরিকল্পিত গণহত্যা’ বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তিনি ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইনের সমালোচনা করেন। আর ভারত ভারতবর্ষের যে কোন সমস্যার সমাধানে পশ্চিমবঙ্গ হাল ধরে বলেও মন্তব্য করেন তিনি। সকালে নেতাজি ইনডোর স্টেডিয়ামে ‘বাংলার গর্ব মমতা’ নামে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি ।
গেলো সপ্তাহে দিল্লিতে শান্তিপূর্ণ নাগরিকত্ব আইন বিরোধী সমাবেশে সরকার পক্ষের তাণ্ডবে নিহত হন ৪৬ জন। তার পর থেকেই সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।দিল্লির ওই সহিংসতার পর প্রথম কোন সমাবেশে যোগ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইনডোর স্টেডিয়ামে ‘বাংলার গর্ব মমতা’ নামে এই অনুষ্ঠান আয়োজন করে তৃণমূল কংগ্রেস। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে দিল্লির সাম্প্রতিক সহিংসতাকে ‘পরিকল্পিত গণহত্যা’ বলে মন্তব্য করেছন পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।পরে সহিংসতায় নিহতদের প্রতি সমবেদনায় এক মিনিটের নীরবতা পালন করেন সবাই।
মমতা মোদি সরকারের বিতর্কিত নাগরিকেত্ব আইনসহ বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করেন। এসময় তিনি বলেন, ভারতবর্ষের যে কোন সমস্যা সমাধানে সবসময় হাল ধরে পশ্চিমবঙ্গ।বিজেপি ভারতের ইতিহাস বদলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন মম