দীপময় তালুকদারকে অপহরণের পর হত্যা করেছে সন্ত্রাসীরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯
- / ১৬০৩ বার পড়া হয়েছে
রাঙামাটির রাজস্থলীতে স্থানীয় হেডম্যান ও বিএনপি নেতা দীপময় তালুকদারকে অপহরণের পর হত্যা করেছে সন্ত্রাসীরা।
সকাল সাড়ে সাতটায় একটি জঙ্গল থেকে দীপময় তালুকদারের মরদেহ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার জিরো মাইল থেকে অস্ত্রের মুখে তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। নিহত দ্বীপময় তালুকদার ৩৩৩ নম্বর ঘিলাছড়ি মৌজার হেডম্যান ও সাবেক ইউপি চেয়ারম্যান। তিনি রাজস্থলী উপজেলা বিএনপির সহ সভাপতি ও জেলা বিএনপির সদস্য। এ ঘটনায় পাহাড়ীদের আঞ্চলিক দলের সন্ত্রাসীদের দায়ী করছেন স্থানীয়রা।