দীর্ঘদিন পর আগামীকাল বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১২:৩২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
- / ১৬৯৫ বার পড়া হয়েছে
দীর্ঘদিন পর আগামীকাল বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু উদ্যানের জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা। এই সফরকে সফল করতে মাঠে তৎপর নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী আসায় খুশি আওয়ামীলীগ সমর্থক নেতাকর্মীরা। ১০ লাখ লোকের সমাবেশ হবে বলে আশা করছেন স্থানীয়রা। অন্যদিকে প্রশাসনের পক্ষ্য থেকে নেয়া হয়েছে ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
স্মার্ট বাংলাদেশ নির্মাণের প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনীয় জনসভায় যোগ দিচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শুক্রবার যাচ্ছেন বরিশালের নির্বাচনীয় সভায়।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে নেয়া হয়েছে সব ধরণের প্রস্তুতি। মঞ্চ তৈরিসহ নতুন সাজে সেজেছে নগরী। গুরুত্বপূর্ন স্থানে রং করার পাশাপাশি কোথাও কোথাও চলছে রাস্তা মেরামতের কাজ। দিন-রাতে কাজ করছে শ্রমিকরা।
দলীয় সভাপতির সফর সফল করতে দফায় দফায় চলছে প্রস্তুতি সভা। ৬ সদস্যের কমিটির সমন্বয়ক সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।
অন্য জেলার মতো এই সমাবেশেও ১০ লাখ মানুষের উপস্থিতি নিশ্চিতে কাজ করছে স্থানীয় নেতাকর্মীরা।
দক্ষিণাঞ্চলে নৌকাকে জিতিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার নির্দেশনা দিতে পারেন শেখ হাসিনা। একইসঙ্গে নির্বাচনী প্রতিশ্রুতি তো রয়েছেই।
প্রধানমন্ত্রীর বরিশাল সফরে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। সর্বোচ্চ নিরাপত্তা দিতে নেয়া হয়েছে কয়েক স্তরের ব্যবস্থা।
বরিশালের পর গোপালগঞ্জের নিজ নির্বাচনী এলাকায় সফরে যাবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।