দীর্ঘ নাটকীয়তার পর ভারত বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো বাংলাদেশ
- আপডেট সময় : ০১:৪৭:২১ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৬২ বার পড়া হয়েছে
অনেক জল্পনা-কল্পনা ও দীর্ঘ নাটকীয়তার পর ভারত বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো বাংলাদেশ। তামিম ইকবালকে ছাড়াই ১৫ সদস্যের দল দিলো বিসিবি। অনিশ্চয়তা কাটিয়ে দলে জায়গা করে নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া প্রত্যাশিতভাবে দলে আছেন মুশফিক, নাজমুল শান্ত ও মেহেদী হাসান মিরাজ। সবার সাথে আলোচনা করেই দল দেয়া হয়েছে বলে জানানপ্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
মিরপুরে উত্তেজনার এক দিন। বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডে, বিশ্বকাপের জন বাংলাদেশের দল ঘোষণা, সবই ছিলো আলোচনার কেন্দ্রবিন্দুতে।
তবে, সবার দৃষ্টি বিশ্বকাপের দল ঘোষণা নিয়ে। তামিমের থাকা না থাকা ইস্যু, মিরপুরে মাশরাফির আগমন, উত্তেজনা বাড়িয়েছে আরও।
তারপরও অপেক্ষার পালা যেন শেষ হয় না। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, বারবার সময় দিয়ে পরিবর্তন করেছে বিসিবি। যেন চোর পুলিশ খেলা।
অবশেষে রাতে আসলো চূড়ান্ত সিদ্ধান্ত। বিসিবি তাদের ওয়েবসাইটে জানিয়ে দেয় বিশ্বকাপের দল। দলে নেই তামিম ইকবাল।
তবে টিকে গেছেন আরেক তামিম। প্রত্যাশিভাবেই দলে মুশফিক, তৌহিদ হৃদয়, নাজমুল শান্তরা।
আলোচনা-সমালোচনা থাকলেও ঠিকই বিশ্বকাপ জায়গা পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। স্পিন অলরাউন্ডার হিসেবে আছেন মিরাজ, শেখ মাহেদি। তাদের সঙ্গী নাসুম আহমেদ।
বোলিংয়ে বাংলাদেশের ভরসা মোস্তাফিজুর রহমান, তাসকিন, শরিফুল ও হাসান মাহমুদ। ইনজুরির শঙ্কায় থাকলেও স্কোয়াডে আছেন তরুণ পেসার তানজিম সাকিব।
বিশ্বকাপে অংশ নিতে বুধবার ভারত যাবে বাংলাদেশ দল।