দীর্ঘ ২০ বছরে বিচার হয়নি গোপালগঞ্জের বানিয়ারচর গির্জায় বোমা হামলার
- আপডেট সময় : ০২:০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বানিয়ারচর গির্জায় বোমা হামলা দিবস আজ। ২০০১ সালের এই দিনে ভয়াবহ বোমা হামলায় খ্রিষ্টান সম্প্রদায়ের ১০ জন নিহত ও অর্ধশত মানুষ আহত হন। বারবার তদন্ত কর্মকর্তা বদল হলেও দীর্ঘ ২০ বছরে বিচার হয়নি। নিহতদের স্বজনদের মধ্যে বেড়েছে ক্ষোভ আর হতাশা। বাদল সাহার প্রতিবেদনে বিস্তারিত।
২০০১ এর এই দিনে বানিয়ারচর গির্জায় সাপ্তাহিক প্রার্থনার সময় বোমা হামলা করে জঙ্গি সংগঠন হরকাতুল জেহাদ। বোমা বিস্ফোরণে ১০জন নিহত ও অর্ধ-শতাধিক মানুষ আহত হন। মৃত্যুপুরীতে পরিণত হয় পুরো গির্জা।
সে দিনের কথা মনে করে এখনো শিউরে ওঠে নিহতদের স্বজনরা। দীর্ঘ ২০ বছরে ২৩ বার তদন্ত কর্মকর্তা বদল হলেও অভিযোগ গঠন করতে পারেনি সিআইডি। বিচার না পেয়ে নিহতদের স্বজনদের মধ্যে বাড়ছে ক্ষোভ ও হতাশা।
হত্যাকান্ডের ঘটনায় করা দুটি মামলায় হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ বেশ কয়েকজন জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করা হয়। অন্য মামলায় প্রধান আসামী মুফতি হান্নানের ফাঁসি কার্যকর হয়েছে। অন্য আসামীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে এলাকাবাসী।
মামলা দুটি নিয়ে কোনো কথা বলতে চায়নি সিআইডি। তবে, আদালতে দ্রুত চার্জশিট জমা দিলে বিচার কাজ শুরু হবে বলে জানায়, পিপি।
প্রতি বছরের মতো এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে বলে জানান, গির্জার ফাদার।
দীর্ঘ ২০ বছরে অনেক কিছু বদলে গেলেও, ভাগ্য পাল্টায়নি নিহতদের স্বজনদের। হত্যাকান্ডের বিচার দেখতে চান তারা।