দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হচ্ছে নীলফামারী সদরের টুপামারী ইউনিয়নের ভোটগ্রহণ
- আপডেট সময় : ০২:১৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হচ্ছে নীলফামারী সদরের টুপামারী ইউনিয়নের ভোটগ্রহণ। চলবে ৪টা পর্যন্ত। সীমানা জটিলতার কারণে এতদিন বন্ধ ছিলো এই ইউনিয়নের নির্বাচন।
সুষ্ঠু নির্বাচনের জন্য কেন্দ্রগুলোতে পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে আনসার সদস্য। এছাড়াও তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে আছে তিনটি ভ্রাম্যমাণ আদালত। স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহলে রয়েছে রেব ও বিজিবি সদস্যরা। চেয়ারম্যান পদে তিনজন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৭ জন এবং সাধারণ সদস্য পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। মোট নয়টি কেন্দ্রের ৫৮টি বুথে ইউনিয়নের ২০ হাজার ৯৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এদিকে, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোট দিচ্ছেন স্থানীয় ভোটাররা। মোট ১০টি কেন্দ্রে ২০ হাজার ৬শ’ ভোটার ভোট দিচ্ছেন।প্রতি কেন্দ্রে ১ জন ম্যাজিস্ট্রেট ও ২০ জন করে আইনশৃংখলা বাহীনির সদস্য ছাড়াও ২প্লাটুন রেব এবং ১ প্লাটুন বিজিবি টহল রয়েছে। এখন পযন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।