দুই কোটি ৭০ লাখ টাকা বিল বাকি থাকায় ঝিনাইদহের ৩ পৌরসভায় সড়ক বাতির বিদ্যুৎ বিচ্ছিন্ন
- আপডেট সময় : ০৬:৩২:০০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২
- / ১৬২০ বার পড়া হয়েছে
বছরের পর বছর বিল বকেয়া থাকায় ঝিনাইদহের ৩ পৌরসভার সড়ক বাতির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী। সড়কে আলো না থাকায় সন্ধ্যার পর সৃষ্টি হচ্ছে ভুতুড়ে পরিবেশ। বেড়েছে চুরি ছিনতাই। দ্রুত এর সমাধান দাবী করেন পৌর বাসিন্দারা।
দেশের পুরাতন পৌরসভার মধ্যে ২য়, ঝিনাইদহের সীমান্তবর্তী মহেশপুর পৌরসভা। ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভায় প্রায় ৪০ হাজার মানুষের বসবাস। ২ কোটি ৭০ লাখ টাকা বিল বাকি থাকায় গত ১৮ সেপ্টেম্বর পৌরসভার সড়ক বাতির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী। সড়কে বাতি না থাকায় সন্ধ্যায় হতেই ভুতুড়ে পরিবেশ তৈরী হয় এলাকায়। রাত ৮ টার পর দোকান-পাট বন্ধ হলে অন্ধকারে ঢেকে যায় পুরো পৌরসভা। এই সুযোগে বেড়েছে চুরি-ছিনতাইসহ নানা অপরাধ।
সীমান্তবর্তী উপজেলা হওয়ায় আশংকা রয়েছে চোরাচালান বৃদ্ধির। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে পৌরসভার ব্যবসায়ীসহ বাসিন্দারা। একই ভাবে বিল বকেয়া থাকায় কোটচাঁদপুর ও কালীগঞ্জ পৌরসভারও সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দ্রুত এ সমস্যা সমাধানের দাবী এলাকাবাসীর।
বিদ্যুত সরবরাহকারী প্রতিষ্ঠানের দেয়া বিদ্যুৎ বিলে গড়মিলের অজুহাত দেখিয়ে পৌর কর্তৃপক্ষ বলছে, সংযোগ বিচ্ছিন্ন না করার অনুরোধ করার পরও সময় দেয়া হয়নি।
বিলে গড়মিলের বিষয়টি এড়িয়ে বিদ্যুৎ অফিস কর্মকর্তা বলছেন, বার বার তাগাদা দেয়ার পরও বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
বিদ্যুৎ অফিসের দেয়া তথ্য মতে, ঝিনাইদহের মহেশপুর, কোটচাঁদপুর ও কালীগঞ্জ পৌরসভায় মোট বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে ৭ কোটি ৫০ লাখ টাকা।