দুই ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আনা গেছে টঙ্গীর মিলগেট এলাকার বস্তিতে আগুন
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
দুই ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আনা গেছে গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকার বস্তিতে আগুন। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।
ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার রাত ৩টার দিকে মিলগেট এলাকার টিন শেডের ঘর ও ঝুটের গুদামে প্রথম আগুন লাগে। মুহূর্তে গুদামের চারপাশে আগুন ছড়িয়ে যায়। খবর পেয়ে টঙ্গী, উত্তরা, সদর দপ্তরসহ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনে ঝুট মালামাল, বাড়ি, দোকানপাট ও অন্যান্য সামগ্রী পুড়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।