বিশ্বকাপে হাইভোল্টেজ ম্যাচে, দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান
- আপডেট সময় : ১১:৪৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
- / ১৭০৬ বার পড়া হয়েছে
বিশ্বকাপে হাই ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দি ভারত-পাকিস্তান। আহমেদাবাদে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উন্মাদনা। যে উন্মাদনা মাঠ ছাপিয়ে মাঠের বাইরেও ছড়িয়ে পড়ে। হাই ভোল্টেজ এ ম্যাচ ঘিরে আইসিসির ও রয়েছে আলাদা পরিকল্পনা। মাঠের লড়াইয়ের আগে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে অরজিত সিংয়ের মিউজিক্যাল পারফরম্যান্স।
বিশ্বকাপে ভাল শুরু করেছে দুই দল। এখন পর্যন্ত দুই দলই দুটি করে ম্যাচ খেলে প্রত্যেকটিতেই জিতেছে।এ ম্যাচেও জয়ই দু-দলের একমাত্র লক্ষ। গুরুত্বপূর্ন ম্যাচের আগে রিজওয়ান, আব্দুল্লাহ শফিকের দুর্দান্ত ফর্ম স্বস্তি দিচ্ছে পাক শিবিরে। তবে অধিনায়ক বাবর আজমের রান খরা কিছুটা ভাবাচ্ছে পাকিস্তানকে। এদিকে জ্বরের কারনে প্রথম দুই ম্যাচ না খেললেও এ ম্যাচে ফিরতে পারেন শুভমান গিল। এছাড়া রোহিত, ভিরাট, রাহুলদের ফর্ম স্বস্তি দিচ্ছে ভারতকে।