দুই দিনের সফরে কাল ঢাকায় আসছেন আইসিসি প্রধান
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২৫:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
দুই দিনের সফরে রোববার বাংলাদেশে আসছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি প্রধান গ্রেগ বার্কলে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড.. বিসিবি’র সঙ্গে বৈঠক করার পাশাপাশি বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ঢাকা টেস্টের প্রথম দিনের খেলা মাঠে বসে দেখবেন বার্কলে। এ খবর নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সম্প্রতি আইসিসির সভাপতি নির্বাচিত হন নিউ জিল্যান্ডের গ্রেগ বার্কলে। আইপিএলের প্লে-অফ ও ফাইনাল দেখতে, বাংলাদেশ থেকে কলকাতা যাবেন বার্কলে। ২০২০ সালে আইসিসির সভাপতি পদ থেকে ভারতের শশাঙ্ক মনোহর দায়িত্ব ছাড়ার পর সিঙ্গাপুর ক্রিকেট বোর্ডের প্রধান ইমরান খাজা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন।